অনলাইন কেনাকাটায় সতর্ক হোন!!

https://plus.google.com/u/0/photos/photo/112276780246212065343/6514925819307348642

দিনে দিনে
অনলাইন কেনাকাটার পরিমান যে হারে বেড়ে চলেছে, সে হারেই বাড়ছে নকল ও নিম্নমানের পন্য কেনার ভয়। আমরা কন্ডিশন বুকিং এ যে কোন পন্য কিনতে গেলেই নানা ধরনের ভীতির সম্মুখীন হই। যেমন পন্য ভাল না হওয়া,পন্য কেনার পর অনলাইন শপ থেকে আর কোন রেসপন্স না পাওয়া।
বেশকিছুদিন থেকেই আমরা বিভিন্ন কাষ্টমার দের অন্যান্য অনলাইন শপ এর ব্যাপারে অভিযোগ শুনে আসছি।পন্য কেনার আগেই আপনাদের শঙ্কার আর কোন শেষ নেই।
তাই আমরা চাই কোন প্রকার ভয়ভীতি ছাড়াই যেন কোয়ালিটি সম্পন্ন পন্য আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আমরা আপনাদেরকে জানাতে চাই যে, পন্য কেনার পর ৭ দিন পর্যন্ত রিটার্ন পলিসি অব্যাহত থাকবে। যেকোন ধরনের সমস্যা হলে বিনামূল্যে আপনারা পন্য পরিবর্তন করতে পারবেন।
তাই বলছি শঙ্কা ছাড়াই আমাদের পন্য কিনবেন এবং সর্বদা পাশে থাকবেন। ধন্যবাদ।

Post a Comment

My Instagram

Designed by OddThemes | Distributed by Blogger Themes